কৃষক পায় না পণ্যের সঠিক মূল্য
বেড়ে চলেছে বেকারত্ব।
শিল্প বন্ধ হয়ে কাজ হারায় শ্রমিক
সে সব প্রচারের নেই গুরুত্ব।
ভোজ্য তেল বিকোয় অগ্নিমূল্যে
তার নেই কোনো বিচার।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি
মিডিয়ার মুখে নেই প্রচার।
সাধারণ মানুষের শুনে কী লাভ
দল বদলের হরির নাম?
নুন আনতে যাদের পান্তা ফুরোয়
পায়ে ফেলে মাথার ঘাম।
কৃষক আজ নেমেছে পথে ছিনিয়ে
নিতে ন্যায্য অধিকার।
প্রয়োজনীয় খবর আজ গুরুত্বহীন
দল বদলের শুধু প্রচার।
দল বদল করে সকলে নিজের
স্বার্থসিদ্ধির জন্য।
ওনাদের মাহাত্ম্য প্রচারের ঘটা
দেশে খবর নেই অন্য!
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজ ভুলেছে
তাদের নৈতিক দায়িত্ব।
প্রয়োজনীয় খবর রয় ধামাচাপা পড়ে
আজে-বাজের স্থায়িত্ব।
সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে
ওরা করে ছল চাতুরী।
সততা জাহিরের মেকি গলাবাজি আর
বোল চালের বাহাদুরি।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।