এখনও আমি বদলে যাইনি
আছি একই রকম।
নিয়ম করে শুভেচ্ছা বার্তা
দিই সময় মতন।
হয়তো কখনও দিই না আমি
একটু রাগের বশে।
মনটা তবুও ঘুরে ফিরে ঠিক
তোমার কাছেই আসে।
তোমার শরীর খারাপ শুনলে
উতলা হই ভীষণ।
তোমায় একটু দেখার আশায়
ছটফট করে মন।
তোমার বাঁধনহারা উল্লাসে
এখন ভাটির টান।
তবুও তোমার টানে এখনও
যে কাঁদে মনপ্রাণ।
তুমি আগের থেকে বদলে গেছ
হয়তো এড়াতে চাও।
আজকাল মোটেও কথা বলার
সময় তো নাহি পাও।
তোমার সাথে কইতে কথা থাকি
আশায় সারাক্ষণ।
এ জীবনে আর নাই বা হলাম
তোমার আপনজন।
মাত্রাবৃত্ত ছন্দ (৬+৬/৬+২)
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।