তোমার চোখে হয়তো আমি
ফুরিয়ে গেছি আজ।
জীবন খানি বিষাদে ভরা
করুণ তার সাজ।
সব সময় কাজের তাড়া
কথা বল না আর ।
মনের মাঝে ছটফটানি
দেখা পাওয়া ভার।
তুমি অনেক বদলে গেছ
আগের মতো নেই।
আমি কিন্তু একই আছি
আগের মতো সেই।
তোমায় নিয়ে কথার মালা
গাঁথি মনের মাঝে।
তোমায় নিয়ে কবিতা লিখি
আমি সকাল সাঁঝে।
তোমার ছবি তোমার কথা
মনের মাঝে আসে।
মন ভীষণ উতলা হয়
তোমায় চায় পাশে।
চোখের কোণে অশ্রু ঝরে
একলা বসে ঘরে।
বিরহে মন মুষড়ে পড়ে
দেখা পাবার তরে।
মনের কথা মনের মাঝে
গুমরে কেঁদে মরে।
আর তো তুমি ডাকো না মোরে
আগের মতো করে।
তোমায় আমি বেসেছি ভালো
তোমার সুখে সুখী।
তোমার চোখে জল দেখলে
আমার মন দুখী।
মাত্রাবৃত্ত ছন্দ (৫+৫+৫+২)
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।