ধনদৌলত থাকলেও হয় মনে অশান্তি,
মনের ব্যাপার সম্পূর্ণ মানসিক শান্তি।
লোভের বশবর্তী হয়ে শান্তি নষ্ট হয় মনে,
চাওয়া-পাওয়ায় কাতর হয় অকারণে।
ইতি কর চাওয়া পাওয়ার, লোভ লালসার,
মনের শান্তিটা দেখ আপেক্ষিক ব্যাপার।
অল্পে সন্তুষ্ট তুমি হতে যদি শেখ,
মনের শান্তি পাবে তুমি নিশ্চিত দেখ।
অর্ধভুক্ত গরিব মানুষ মনে শান্তি রাখে,
ওদের অত বেশি চাহিদা কভু নাহি থাকে।
অপরের সুখের সাথে অমূলক তুলনা,
নিজের ক্ষমতা বুঝে কেন তুমি চল না?
মানসিক শান্তি যায় না টাকায় কেনা,
মানসিক শান্তি শান্তি করে অযথা বেদনা।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।