গগনচুম্বী প্রত্যাশাগুলো আজ ভূলুণ্ঠিত,
মাত্রাতিরিক্ত চাওয়া-পাওয়া পর্যুদস্ত।
ভালোবাসা অনুচিত, অন্যায় আবদার,
ডানা কাটা গেছে মনের ইচ্ছে গুলোর।
আশা আকাঙ্ক্ষা সব কেমন ম্রিয়মান,
কোনো সহানুভূতি আজ নিষ্প্রয়োজন।
নিজের মনকে রাখি একটু শান্ত, সংযত,
প্রেমহীন জীবনে ফাগুন থাক অনাঘ্ৰাত।
শ্রাবণও আজ জীবনে নিষ্প্রয়োজন,
চাই না পুনরায় মিথ্যে আশার বারি সিঞ্চন।
মন হয়ে যায় যাক না ফুটিফাটা হয়ে চৌচির,
জৈষ্ঠ্যের তপ্ত খরায় চাই না বারি শান্তির।
বসন্তের সুখ কামনা করা বিলাসিতা,
ভিখারি,উড়োনচন্ডী জীবনের দৈন্যদশা।
অর্গল তুলে মনের দরজা হোক অবরুদ্ধ,
প্রেমের প্রহসন তোমার দেখি স্বভাবসিদ্ধ!!
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।