নির্বাচনের প্রাক্কালে জোর কদমে
চলছে দল বদলের খেলা।
ন্যায় নীতিহীন আদর্শবিহীনদের
এখন দল বদলের পালা।
গিরগিটির মতো করে রং বদল
ওরা বিভীষণের দল।
ভাবে কীর্তিকলাপ যাবে ধুয়ে মুছে
জনগণ কি পাগল ?
দল বদল করে বদলায় না মানুষ
বদলায় না দোষগুণ।
রং বদলালেও স্বভাব অপরিবর্তিত
শুধু রঙের পরিবর্তন।
দুধের মধ্যে চোনা পড়লে দুধ
যেমন হয় নষ্ট।
ন্যায় নীতিহীন লোকেরা করে
সব দলকেই নীতিভ্রষ্ট।
এতকাল যে দল এত প্রিয় ছিল
রাতারাতি হয়ে গেল মন্দ!
ওঁনারা দুধে ধোওয়া তুলসী পাতা
গায়ে নেই কোনো গন্ধ।
চিৎকার করে হুংকার ছাড়ে এখন
মুহুর্মুহু গোলা বর্ষায়।
ইচ্ছে মতো সুযোগ-সুবিধা মেলেনি
তাই দল ছেড়ে গর্জায়!
নীতিহীন লোকেরা কিভাবে করবে
ন্যায়-নীতির নির্ধারণ?
ভালো-মন্দের বিচারের ভার এবার
কাঁধে তুলে নাও জনগণ।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।