শিক্ষায় এখন আধুনিকতার ছোঁয়া
সাবেক হাতেখড়ির ইতি।
বিনা হাতেখড়িতে পড়াশোনার ঘটা
কেন দেবী সরস্বতী?
বড়ো বড়ো ডিগ্রিধারী বিদ্ব জনের
মাথা ভর্তি কুচিন্তা, দুর্মতি।
ওদের মাথায় একটু সুবুদ্ধি দাও মা
হে জ্ঞানের দেবী সরস্বতী।
মুখোশধারী যে দুষ্ট শিক্ষকের হাতে
যৌন লাঞ্ছিত হয় ছাত্রী।
সেই নরাধম কে কর মুক ও বধির
তুমি বাগদেবী সরস্বতী।
যোগ্য লোকে কোনো চাকরি পায় না
হয় না ওদের গতি।
অযোগ্য লোকে চাকরি কেনে টাকায়
এ কেমন বিচার সরস্বতী!
সারা বছর বই-খাতার ধার ধারে না
পরীক্ষার হলে করে টোকাটুকি।
টুকলি করে যদি ওরা পাশ করে যায়
তোমার সম্মানহানি মা সরস্বতী।
কাজের প্রয়োজনে গালভরা প্রতিশ্রুতি
কাজ ফুরোলে ভোলে স্মৃতি।
ওদের স্মৃতি শক্তি তুমি দাও মা উসকে
হে বীণাপাণি সরস্বতী।
স্কুল গুলো পড়াশোনার নামে আজ
করছে ব্যবসাপাতি।
পড়াশোনা সব শিকেয় ওঠার জোগাড়
তুমি দেখ মা সরস্বতী।
ঐতিহাসিক সত্য গোপন করে সব
শেখায় ভুল-ভাল।
ওদের সুবুদ্ধি দাও মা বীণাপাণি,
শিক্ষার একি হাল!
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।