আকাশ ছুঁয়েছে, চাঁদের বুকে রেখেছে একবুক আশা। সমুদ্রে ঝাঁপিয়েছে। সেজেছে ডুবুরি, সিন্ধু সেচে এনেছে মুক্তো প্রবাল। নাবিক হয়ে জাহাজ ভাসিয়েছে অনন্ত সলীলে। আকাশের মেঘ ফুঁড়ে পাখির মতো উড়েছে বিমান চালিয়ে। - এরাও নারী।
আলোকিত সুসজ্জিত রাজমহলে হাজার মানুষ পরিবৃত হয়েও একাকী গুমরে মরে। বন্ধ রাজমহলের মখমলি শয্যার প্রান্ত ভেজে বোবা কান্নায়। সেও নারী।
বন্ধ স্যাঁতসেঁতে সন্ধ্যা পরিবেশে সেজেগুজে অপেক্ষা। দিনের বেলা তাদের ছোঁয়াচ বাঁচিয়ে চলা ভদ্র মুখোশধারী পুরুষের হাতে রাতে তছনছ হয়। এরাও নারী।
পুরাতন পোশাকের মত প্রেমিক বদল। রাতের আঁধারে অবাধ সেক্স চ্যাট। প্রেমিকের সাথে আলোচনা করে, দুধের শিশুর চোখের সামনে স্বামীকে গলা টিপে হত্যা। এরাও নারী।
সারাদিন ঘরকন্নার কাজ। বিকেলে গা ধুয়ে বসে স্বামীর প্রতীক্ষা। ছেলেমেয়েদের নিত্য ঝক্কি সামলে রাতে বুকের ভিতর নরম আশ্রয়ের খোঁজ। এরাও নারী।
এসিড ঝলসানো মুখ, বুকে যন্ত্রণা নদী নিয়ে নীরবে দিন পেরোনো, ধর্ষিত দেহের ওপর ঘৃণা, করুনার দৃষ্টি হজম করা, বা ধর্ষণের পর মরে যাওয়া লাশ, ওরাও নারী।
"বাবা চিন্তা কোরনা আমি আছি। তোমার কোন ভয় নেই" - জীর্ণ শীর্ণ বাবার গালে হাত রেখে পুরুষের ছোঁয়াচ বাঁচানো , এগিয়ে চলা, সাহসী কথা। শাশুড়ী মায়ের পায়ে ব্যাথার মালিশ, সেবা। রাতপরী সেজে পয়সা রোজগার করে ভাইকে পড়ানো, ছেলের কাছে হাজার কষ্ট পেয়েও "তুই ভালো থাক সোনা"।
সমাজের প্রেক্ষাপটে এরা সবাই নারী।
কেউ প্রণম্য কেউ মুখোশধারী।
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।