নারী তুমি কন্যা, ভগিনী, জায়া ও জননী,
কোমল স্বভাবের প্রতিমূর্তি আবার পাষাণী।
শিক্ষা-দীক্ষায় তুমিও আজ পুরুষের সমকক্ষ,
কর্মক্ষেত্রে তুমি পুরুষের কঠিন প্রতিপক্ষ।
নারী বলে তুমি কেন করবে শুধু সংসার ধর্ম?
পুরুষের সাথে পাল্লা দিয়ে করছ নানান কর্ম।
পুত্র আর কন্যা সন্তানের কেন করে বিচার?
কন্যা সন্তানেরও আছে বাঁচার সম অধিকার।
কন্যা ভ্রূণ হত্যা করে কেন করে পাপ কাজ?
ভিন্ন ভিন্ন দেশের নারী, তুমি কর্ণধার আজ।
তুমি শিক্ষিকা, সেবিকা, গবেষক, ডাক্তার,
আজ তুমি ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার।
সেনা, পুলিশে আছ তুমি চালাও বিমান,গাড়ি,
দেশ রক্ষায় ব্রতী তুমি মহাকাশে দাও পাড়ি।
তুমি যেমন স্নেহশীলা ধরতে পার হাতিয়ার,
এ সংসারে তোমারও বাঁচার সম অধিকার।
পিতা মাতার প্রতি কর তুমি দায়িত্ব পালন,
তুমি এই জগৎ সংসারের দুঃখ কর মোচন।
পরের দুঃখে বিগলিত, মমতায় ভরে প্রাণ,
নারী তোমায় মাতৃজ্ঞানে জানাই বিনম্র সম্মান।
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।