ওরা জানেনা নারীদের জন্য কোন দিন আছে কিনা!
ওরা শুধু জানে বেঁচে থাকতে গেলে দরকার কঠোর পরিশ্রম।
সন্তানের মুখে অন্ন তুলে দেওয়া কিংবা অসুস্থ স্বামী বা বৃদ্ধ শ্বশুর, রুগ্ন শাশুড়ি - যাদের একমাত্র নির্ভরতা তারাই, তারা কারা?
আমরা রোজ দেখি তাদের, আজ নারী দিবসে দেখেছি তাদের। কেউ টোটো চালাচ্ছে, কেউ রাস্তায় গাছের নীচে বসে সাইকেল বা মোটর সাইকেল পাহারা দিচ্ছে অফিস-যাত্রীদের, কেউ শাড়ির ওপর শার্ট পরে গরম পিচ ঢালছে, কেউ সকাল থেকে সূর্যদেবকে উপেক্ষা করে পাশে ঘুমন্ত বাচ্চা নিয়ে সব্জি বিক্রি করছে আর আমাদের মতো মা-রা সন্তানদের রেখে দৌড়াচ্ছি কর্মজগতে।
কত নারী দিবস আসে আর যায়!
ঘরে থেকে যারা সবার মুখে অন্ন যোগায়, কাকভোরে বাবুর বাড়ি কাজে যায়, বাড়ি বাড়ি রুটি ফেরি করা দিদি, পাহাড়ি রাস্তা মেরামতের মজদুরনী, কাকে বা বাদ দিই?
ভাল লাগে মহিলা আইপিএস, বিডিও, লেডি ডাক্তারদের, ধাত্রী দের; ট্রেন ও বিমান চালিকা থেকে সমরকার্যে নিবেদিতাদের, শীত-বর্ষায় মাঠে কাজ করা নারীদের, শিক্ষাদাত্রীদের, কারখানায় যারা চাকা ঘুরিয়ে সমাজ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজ তপস্যায় মগ্ন।
তাই আজ নারী দিবসের রোজনামচা লিখতে গিয়ে মনে হল "আমরা নারী" এই কথা সোচ্চার করে বলতে গেলে একটা অহমিকা কাজ করে। তাই নারী দিবস আমাদের প্রতিদিন, প্রতিক্ষণ।
সমস্ত নারীদের নারীদিবস এর শুভেচ্ছা।
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং নন্দিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।