কবিতা নারী তুমি জাগো
কলমে ,অনাদি মুখার্জি
আজ নারী দিবসে আমার এই কবিতা টা লিখলাম
বন্ধু ☺️☺️????
নারী তুমি রজনীগন্ধা না ফুটন্ত গোলাপ,
তুমি হলে পিপাসা মিটানো প্রেমের মিষ্টি আলাপ!
তুমি হলে আমোদ আসরে মিলন বাসরে পূজারী প্রতিমা,
দিবারাত্রির ঘিরে হৃদয় মন্দিরে তুমি শান্তি পরিশীমা !
কালের গর্ভে থেকে থাকা জীবনে তোলো সুরের ঝঙ্কার,
হৃদযকাশে সুখের তারা হয়ে বাড়াও সুখের হাহাকার!
নারী তুমি হলে প্রেমের জোয়ারে সুখের চাবিকাঠি,
সবার মাঝে বুকের আতলে শান্তির শীতলপাটি!
তোমার ভূবণ মোহণী হাসি দেখে মেঘ ও থমকে যায়,
হীরা মুক্ত ও ভালোবাসা ঝরে তোমার হাসির কনায় !
তুমি শত ব্যাস্ততা মাঝে ভাবো স্বামী ও সন্তানের চিন্তা ,
নানা ধরনের রান্না তে তোমার জুড়ি কেউ নেই আর !
নারী তুমি দশভূজা কখনো সেজেছো সেবিকা,
বিজ্ঞান ও খেলাধুলা তে তোমার নাম আছে জগৎ জোড়া!
জাগো নারী জাগো আজ প্রতিটি ঘরে নারী ,
স্বাধীন ভারতে আজো কেন আছো পরাধীন !
জন্মের থেকে পৃথিবীর আলো দেখি তোমার করুণায় ,
জগৎ সংসারের তুমি ছাড়া আজো ও পুরুষ অসহায় !
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।