বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের বসুন্ধরা শোভা মনোহর,
আমবনে কোকিলের কুহুকুহু স্বর।
তরুর শাখায় সাজে নব কিশলয়,
সবুজের অভিযান যেন মনে হয়।
রাঙাপথে নদীবাঁকে মহুলের বন,
বসন্তের উত্সবে মাতিল ভুবন।
সাঁওতালী রমণীরা অপরূপ সাজে,
হাত ধরে সবে নাচে দূরে বাঁশি বাজে।
অজয়ের চরে বসে শালিকের ভিড়,
কলরবে মেতে উঠে অজয়ের তীর।
দূরেতে পলাশবন ফুলে ফুলে ভরা,
বসন্তের উত্সবে জাগে বসুন্ধরা।
বসন্তের কাব্যগীতি লিখিল লক্ষ্মণ,
পাঠ করি সবাকার প্রফুল্লিত মন।
রচনাকাল : ৭/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।