বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা মুহূর্ত (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭১ টি দেশ ব্যাপী ২৩৬৬৭৯ জন পড়েছেন।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা মুহূর্ত (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের আগমনে সেই রূপ পাল্টে যায় মুহূর্তে। পৃথিবী নতুন রূপে জেগে ওঠে, প্রকৃতিতে প্রাণ ফিরে আসে; শীতের নীরব পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে কুঞ্জবন; বৃক্ষের শুষ্ক শাখার পল্লব কন্দরে চোখ মেলে সুগন্ধি ফুলের বাহার; মধুলোভী মৌমাছিরা মকরন্দের খোঁজে ফুলের চারপাশে গুঞ্জরণ করে; এরই ফাঁকে তারা ঘটিয়ে দেয় পুষ্পে-পুষ্পে বিবাহ, স্ত্রী ও পুরুষ ফুলের মিলন। এই সব মনোরম দৃশ্য আমাদের দৃষ্টিকে পরিতৃপ্তি দান করে। রবীন্দ্রনাথের মতো বলতে ইচ্ছে করে, ‘ফুলের বনে যার পাশে যাই/ তারেই লাগে ভালো। ’ কেবল মানুষ নয়, জগতের প্রাণিকুল মেতে ওঠে স্বাধীন সত্তায়; তাই ইংরেজ কবি টি.এস এলিয়ট এপ্রিলকে সবচেয়ে নিষ্ঠুর মাস বলে অভিহিত করেছেন; কারণ ইংরেজের বসন্ত আসে এপ্রিলে— এ মাসে কেউ কাউকে ছাড় দেয় না; সকলেই নিজের আনন্দে বিভাজিত হতে থাকে। উইলয়ম ওয়ার্ডসওয়ার্থ তার প্রাক-বসন্তে লেখা কবিতায় বলছেন, ‘বসন্ত আসে স্বয়ং স্বর্গ থেকে, প্রকৃতি পবিত্রতায় পুষ্পিত হয়— অতএব, এখন শোক করবার সময় নয়। ’ একই ভাবে রবার্ট ফ্রস্ট তার ‘এ প্রেইয়ার ইন স্প্রিং’ কবিতায় বসন্তের কাছে প্রার্থনা করেছেন— ‘তুমি আমাদের পুষ্পের আনন্দ দাও, তুমি আমাদের ভালোবাসা দাও, ভালোবাসার চেয়ে ভালো কিছুই হয় না। ’ কেবল ইংরেজ কবি নয়, আদি বাঙালি কবিদেরও দৃষ্টি এড়িয়ে যায়নি এই সুন্দরতম ঋতুর সম্ভার। যদিও বাঙালির বসন্ত ইংরেজের মতো তীব্র নয়; কারণ শীতের প্রকোপ যেখানে যত তীব্র, বসন্তের আকাঙ্ক্ষা সেখানে তত গভীর। তবু মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী ওয়ার্ডসওয়ার্থের মতো তার চণ্ডীমঙ্গল কাব্যে প্রাক-বসন্তের বর্ণনা দিচ্ছেন এই ভাবে—  ‘মন্দ মন্দ বহে শীত দক্ষিণ পবন। / অশোক কিংশুক রামা করে আলিঙ্গন॥ / কেতকী ধাতকী / ফোটে চম্পকবরণ। / কুসুম পরাগে শ্লথ হৈল অলিগণ॥’ এখানে মধ্যযুগের আরেকজন শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যে বলছেন— ‘কল কোকিল অলিকুল বকুল ফুলে। / বসিলা অন্নপূর্ণা মণি-দেউলে॥ / বসন্ত রাজা আনি ছয় রাগিণী বাণী। / পাতিল রাজধানী অশোকমূলে॥’ 

রচনাকাল : ৪/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 2  Germany : 1  Hungary : 1  India : 53  Ireland : 1  Russian Federat : 4  Ukraine : 2  United States : 71  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 2  Germany : 1  
Hungary : 1  India : 53  Ireland : 1  Russian Federat : 4  
Ukraine : 2  United States : 71  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা মুহূর্ত (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬৩২২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী