বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের ঋতু আসে রাঙা মেঘে নাও ভাসে
তরুশাখে নব কিশলয়,
কুলু কুলু বয়ে চলে ছল ছল কলরোলে
অবিরাম জলধারা বয়।
রাঙাপথে চলে গাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
তীরে এসে থামে কিছুক্ষণ,
যাত্রীসব নদীচরে বেলা যেই আসে পড়ে
স্নান সেরে করয়ে ভক্ষণ।
দূরে পলাশের বনে বসন্তের আগমনে
নানা ফুলে রূপের বাহার,
অলিদল আসে ধেয়ে ফুলে ফুলে মধু খেয়ে
গুঞ্জরিয়া ভ্রমে চারিধার।
দূরে শাল বন আছে নদীর ঘাটে কাছে
গাঁয়ের বধুরা করে স্নান,
কলসীতে জল নিয়ে চলে রাঙাপথ দিয়ে
দিবসের হয় অবসান।
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে দূরে গ্রামে
নদীতীর শূণ্য হয়ে যায়,
শঙ্খ বাজে দীপ জ্বলে সন্ধ্যায় তুলসী তলে
বাজে দূরে সাঁঝের সানাই।
রচনাকাল : ২৮/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।