নদীর ধারে আকাশ নেমেছে পটলা এসে বলে। ইয়া বড় শরীর নিয়ে হাতি কেমনে চলে? ঘোড়া কেমনে দাড়িয়ে ঘুমায় সাড়া রাত্রি ধরে? হাতের ঘড়ির কাটা কেন এমনি এমনি নড়ে? মোবাইল ফোনে কেমন করে কথা চলে আসে? জাহাজ কেন এমন করে নদীর জলে ভাসে? উরো জাহাজ কেমন করে পাখা ছাড়াই চলে? টিভি কেন শুধুই শুধুই এমনি কথা বলে? সব কিছু ভাই মহান প্রভুর ইশারাতে রই। তাইতো সকল কাজ কর্ম তার, সৃষ্টির ধারায় হয়।রচনাকাল : ২৭/২/২০২১
রহমত উল্লাহ সরকার, জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী গ্রামে। বর্তমানে তিনি রায়পুরা সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছেন। মূলত বন্ধুদের অনুপ্রেরণাই কবি লেখা লেখি করতেন। তিনি বিভিন্ন ব্লগে এবং কয়েকটি নিউজ পোর্টালে রীতিমত লিখে থাকেন।