একটা পথই তো ছিল দু'জনের, হাসি-কান্না ইচ্ছে গুলো ভাগ করে নিতাম একই সাথে। আজ সমস্তটা বদলে গেছে। বদলে গেছে তোমার চাওয়া আমিটা যে, বদলে গেছে পথটাও যে দু-দিকে দুই ভাগ হয়েছে। বদলে গেছো তুমিটা যে, আজ অন্য কারো হাতে হাত রেখে। তোমার ইচ্ছে, হাসি-কান্না বুঝি, ভাগ করে নাও তারই সাথে? তবু আমার মনে আমার তুমি আজও আগের মতোই আছো।।রচনাকাল : ২৭/২/২০২১