দুই যুগের বসন্ত পেরিয়েছি আজ আমি
তবুও খুঁজে পাইনি জীবনে
প্রশান্তিময় বসন্তের হাতছানি,
সময়ের স্রোতে শৈশব থেকে কৈশোর আজ যুব তরী.
তবুও কাটেনি জীবনে ক্লান্তির ঘানি ।
এ বসন্ত প্রকৃতিকে জাগালেও নিরুপায় পথিক আন্দোলিত হয়নি
সদা ব্যাকুল ভগ্ন দিশেহারা পথিক মন খুজে ফিরি
পল্লী মার কাননে কুসুম তলি,
যান্ত্রিক নগরে কর্মধারা কারারুদ্ধ আজি.
হাফ ছেড়ে বাঁচতে চাইলেও পাইনা মুক্ত নিঃশ্বাস খানি।
বসন্তের পর বসন্ত হয়ে যায় সময়ের ইতি
এ সবই আমার ভাবিয়া ভাবিয়া, বেলাশেষে আমার নই তো আমি
স্রোতের মোহনায় পথিক আজ দিকবেদিক হারা পাল ছেঁড়া মাঝি,
ভাসিয়া যায় নয়ন স্রোতে ভাবি মোর নাহি খেয়াপারের পুঁজি.
খোদা বিনে সে পথে কে হবে মোর কান্ডারী।
হায় ! হায় ! হায় ! একি করিলাম এই জমানায় রাখিলাম গাথি
উন্মত্ত মায়ায় সাজালাম কত বাড়ি গাড়ি আর রমণী
তোমায় আমি সাজিয়ে কি হবে প্রকৃতি,
আজও তো বিদিশার মাতাল উন্মত্ত রঙ্গিন নেশায় বিভোর আমি.
তুমি রাঙাও আমায় যেন চির শেষ বসন্ত কে অনন্ত কাল আনন্দময় সাজাতে পারি।
রচনাকাল : ২৬/২/২০২১
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।