বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের রং মেখে কোকিল উঠিল ডেকে
কুহু কুহু ডাকে আমবনে,
গাঁয়ের পথের বাঁকে পাখি ডাকে তরুশাখে
ফুল ফুটে কুসুম কাননে।
পুঞ্জে পুঞ্জে অলিগণ করে মধু আহরণ
গুঞ্জরিয়া উড়ে ফুলে ফুলে,
শিমূল পলাশ বনে রং লাগে দেহে মনে
বক উড়ে অজয়ের কূলে।
পূর্বদিকে উঠে রবি মনে হয় যেন ছবি
নদীচরে ছড়ায় কিরণ,
নদীতটে বটগাছে, প্রভাত পাখিরা নাচে
হেরি নব মধুর মিলন।
বধূ আসে রাঙাপথে জল নিয়ে নদী হতে
দ্রুতপদে চলে নিজ ঘরে,
পাশ দিয়ে সারি সারি চলিছে গরুর গাড়ি
বাঁশি বাজে সুরে মন ভরে।
দিনশেষে পড়ে বেলা সাঙ্গ দিবসের খেলা
পশ্চিমেতে সূর্য বসে পাটে,
শালবনে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
রাত্রি নামে অজয়ের ঘাটে।
রচনাকাল : ২৪/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।