মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথি। শিক্ষার্থীরা পুজো করে বাগদেবী সরস্বতী। বাগদেবী, ভগবতী ভারতী তিনি বীণাপাণি। বিদ্যার দেবী, দুর্গেশ নন্দিনী বিদ্যাদায়িনী। রাজহংসে আসীনা তিনি শ্বেত শুভ্র বসনা। মুক্তোর হার গলে দোলে হস্তে পুস্তক, বীণা। যবের শীষ,খাগের কলম, দোয়াত, আম্র মুকুল। বাসন্তী রঙের গাঁদা ফুল আর লাগে পলাশ ফুল। স্নান সমাপনে শুদ্ধ বসনে দেবীর আরাধনা। করজোড়ে ভক্তিভরে করে অঞ্জলি দিয়ে প্রার্থনা।রচনাকাল : ২২/২/২০২১