নিঃস্বার্থ ভালোবাসা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজাতা দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৫ টি লেখনী ১৯ টি দেশ ব্যাপী ১৫৬৩ জন পড়েছেন।
প্রথম যেদিন দেখেছি তোমায়
ভালোবাসার আগুনে পুড়ে ছাই 
   হয়েছে এ হৃদয় আমার।।
কতবার তোমার সামনে গিয়ে 
বলতে পারিনি কিছুই,এসেছি ফিরে।।
   তবুও যে মন মানে নি 
      ছুটে গেছি বারে বারে।।                                          
তোমার ওই চোখের ভাষা পড়তে গিয়ে                                       
 আরও বেশি করে পড়ে গেছি 
       তোমার প্রেমে।।
ফিরতে চাইলেও ফিরতে পারিনি 
      যেন আবদ্ধ হয়ে গেছি               
      তোমার হৃদয় মাঝে।।
শত বাধা পেড়িয়ে যখন,
      বললাম ভালোবাসি
  বুঝলাম তখন হয়ে গেছে 
              অনেক দেরি।।
বাধা পড়ে গেছ তুমি অন্য কারো সনে
আমি একা হয়ে গুমরে মরছি 
                             অন্ধকারে।।
কত দিন,কত সময় পার হয়ে গেছে 
তবুও পারিনি তোমায় আজও              
                                 ভুলতে।।
জন্ম যদি হয় শতবার                              
       তোমাকেই ফিরে পেতে চাই                
                                  বারে বার।।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 6  Europe : 1  France : 1  Germany : 1  Hungary : 2  India : 125  Ireland : 6  Saudi Arabia : 14  
Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 7  United States : 144  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 6  Europe : 1  
France : 1  Germany : 1  Hungary : 2  India : 125  
Ireland : 6  Saudi Arabia : 14  Sweden : 19  Ukraine : 1  
United Kingdom : 7  United States : 144  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          সুজাতা দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ৯ই মে মাসে জন্মগ্রহণ করেন।

উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি ভ্রমণ করতে এবং গান গাইতে উনি পছন্দ করেন। 
                          
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নিঃস্বার্থ ভালোবাসা by SUJATA DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১৫১৫২২
  • প্রকাশিত অন্যান্য লেখনী