, বন্ধু তুমি ছিলে পাশে,
যখন ছিলাম বিপদে।
আজো তুমি আছো পাশে,
রয়েছি যখন খুশিতে।
বন্ধু তুমি ভালো থেকো,
ভাসো সুখের জোয়ারে।
তোমার খুশি যে আমার খুশি,
জেনে রেখো আজীবন ধরে।
আজ তুমি আছো দূরে,
পাইনা খুঁজে তোমাকে।
কবে তুমি আসবে ফিরে,
ডাকবে বন্ধু ভালোবেসে।
যাব ছুটে বলবো গিয়ে,
অনেক কষ্ট দিয়েছো মোরে।
কথা দাও কোনদিন,
যাবে না এ বাঁধন ছিঁড়ে।।
রচনাকাল : ২২/২/২০২১
সুজাতা দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ৯ই মে মাসে জন্মগ্রহণ করেন।
উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন।
এসবের পাশাপাশি ভ্রমণ করতে এবং গান গাইতে উনি পছন্দ করেন।