শৈশব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ২০ টি দেশ ব্যাপী ৫৪৮৪ জন পড়েছেন।
যখন আমি            ছোটো ছিলাম 
   ঘুরে ঘুরে করতাম শুধু   খেলা,
পড়ার কথা            ভুলে গিয়ে  
  আনন্দে কাটিয়ে দিতাম সারা বেলা।
লাঠি হাতে                  মা বলতো
       এখন তুমি   পড়ো,
তোকে নিয়ে                মোর স্বপ্ন 
         আছে অনেক   বড়ো  ।
পড়ার সময়             ঘুমের আসর
         অস্থিরও      মন,
পথের পানে               নজর সদাই 
    পথই যেন আমার    জীবন ।
দুঃখ পেলে                যেতাম ছুটে 
       ঠাকুরদারই     কোলে,
সেও একদিন               আমায় ছেড়ে 
        স্বর্গে গেলেন    চলে ।
দু- চোখের জলে          খুঁজেছি তারে
                       সদনে,
মা-আমায়            বক্ষে তুলে বলছিল
    তোমার ঠাকুরদা ওই গগনে,
আপন লোকের            আসা- যাওয়া 
     ছোটো থেকেই দেখা,
সে সব কথা               পড়লে মনে
       হৃদয়ে জাগে ব্যাথা ।।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 1  France : 1  Germany : 2  Hungary : 1  India : 103  Indonesia : 1  Ireland : 2  Russian Federat : 8  
Saudi Arabia : 9  Sweden : 20  Ukraine : 4  United Kingdom : 4  United States : 133  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 1  France : 1  
Germany : 2  Hungary : 1  India : 103  Indonesia : 1  
Ireland : 2  Russian Federat : 8  Saudi Arabia : 9  Sweden : 20  
Ukraine : 4  United Kingdom : 4  United States : 133  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শৈশব by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৭৩৮৯৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী