অমর একুশে, বাঙালির পথদিশা, অমর একুশে দিবস আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, অমর একুশে আমাদের প্রাণের স্পন্দন। অমর একুশে শহীদ দিবস, মাতৃভাষা দিবস। ঐ দিনে আমরা স্মরণ করি ভাষা-আন্দোলনে যারা হাসি মুখে প্রাণ বলিদান দিয়ে মাতৃভাষার মান অক্ষুন্ন রেখে গেছেন। রক্তের বিনিময়ে কিনেছি আমরা আমাদের ভাষার স্বাধীনতা। তাই বাংলা ভাষাকে শ্রদ্ধা সহ সম্মান জানানো আমাদের সকলের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্য।
১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।
রক্ত দিয়ে লেখা মাতৃভাষা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আমার তরুণ ভাইদের
তাজা রক্তে রাঙানো
সেই একুশে ফেব্রুয়ারী।
কবিতার পাতায়
কথা বলে আজি
কালো অক্ষরের সারি।
বিপ্লবী এই বাংলায়
বারুদের গন্ধ আজ
সৌরভ ছড়ানো বাতাসে ।
আজও এই বাংলায়
নীল আকাশের গায়
চাঁদ ও তারারা হাসে।
আকাশে তারা আছে,
কিন্তু তারা নেই, যারা
ভাষার তরে দিয়েছে প্রাণ।
বুলেট বিদ্ধ তাজা
তরুণের রক্তে লেখা
বাংলা মাতৃভাষার গান।
রচনাকাল : ২১/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।