মাতৃভাষা, মায়ের ভাষা
যায়না তারে ভোলা
এই নিয়েই তো শুরু হয়
আমাদের পথচলা।
প্রতিটি শিশু এই ভাষাতেই
বলতে শেখে 'মা'
তবুও এই ভাষা বলতে তাদের
বড়ই অনীহা ।
ভাষা মোদের ভাবতে শেখায়
শেখায় নানান গঠন
সেই ভাষা দিয়েই
মোরা করি সংযোগ স্থাপন।
বঙ্গদেশে চলেছে লড়াই
বাংলা ভাষা নিয়ে
বহু মানুষ হয়েছে শহীদ
নিজের রক্ত ঝড়িয়ে ।
বাংলা মোদের মাতৃভাষা
কোরোনা অবহেলা
এই ভাষাতেই
প্রথম পাঠ হয়েছিল ছোটবেলায়।
রাজপুত্র, রাজকন্যা আর ঠাকুমার ঝুলি
এইগুলো নিয়েই যে কাটত দিনগুলি ।
এমন মিষ্ট ভাষা পাবেনা কোন খানে
এই প্রানের ভাষাকে রেখো তুমি স্মরণে।
রচনাকাল : ২১/২/২০২১
© কিশলয় এবং বৃন্দা সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।