কবিতাঃ মাতৃভাষায় লেখা
কলমেঃ সুজন কুমার রায়
কত ভাই বোন ও বাবা মায়ের, রক্ত দিয়ে লেখা ,,,
৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, ছবিতে আজ আঁকা ...
যাদের জন্য পেয়েছি মোরা, আজকে মুখের বুলি ,,,
তাদের স্মরণে একেছে মন, হৃদয়ে রং তুলি ...
শহীদ স্মরণে আজকে সবাই, শহীদ মিনারে দাড়াই ,,,
ছোট্ট মনে ভাষার টানে, আনন্দ স্রোতে হারাই ...
ছোট্ট মনের একটি কোনে, সাজাই ফুলের ডালা ,,,
শহীদ স্মরণে শহীদমিনারে, পরিয়ে ফুলের মালা ...
কৃষক শ্রমিক ছাত্রজনতা, যাদের স্মরণে এই দিন ,,,
তাদেরকে ঠাই মনে দিয়ে যাই, হয় না যেন বিলীন ...
ধন্য সে প্রাণ ভাষার জন্য, নিলাম করেছিল জারী ,,,
তাইতো আজ তাদের স্মরনে, ২১ ফেব্রুয়ারি ...
আজ মুক্ত মনে যাদের জন্য, হাজার কান্না হাসা ,,,
তাদের জীবনের মূল্যেই আজ, পেয়েছি মাতৃভাষা ...
যাদের জন্য ফুটেছে ফুল, গোলাপ বকুল ববিতা ,,,
তাদের স্মরণে লিখিত কত, গল্প গীতি ও কবিতা ...
দিয়েছে যে প্রাণ মহা মহীয়ান, হয়েছে ভাষা ধন্য ,,,
শহীদমিনারে একটি ফুল আজ, শুধুই তাদের জন্য ...
যাদের জন্য মুখের বুলি, মায়ের ভাষায় শেখা ,,,
তাদের জন্য এতটুকু আজ, মাতৃভাষায় লেখা ...
রচনাকাল : ২০/২/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।