- মিতা, ও মিতা, এই, দজজাটা এটটু খোলো।
- আজ তোকে বাড়িতে ঢুকতে দেবোনা, রোজ রোজ গিলে এয়ে মাঝরাতে নাটকবাজি দেকানো নাহ? আজ সব নাটক বের করে দেবো।
- এই মিতা, শোনো নাহ। আমি নাহ তোমাকে খুব ভালোবাসি। দজজাটা এটটু খুলে দাও নাহ সোনা বউ আমার।
- আ রে মিনসে আমার! খুব পেরেম জেগেছে নাহ, আয় ঝেঁটিয়ে তাড়াচ্চি।
- ওই মিতা, শোনো না, তোমার জন্য একটা গোলাপ এনিসি, তোমার খুব পিয় নাহ গোলাপ! এ নেও। আজ তো ভ্যানটাইন ডে, পেরেম করারই দিন।
- উঁ-উ-হ, ম-র-ণ! ছেলে মেয়ে ঘুমুচ্চে আর উনি একানে নাটক কচচেন। রোজ রোজ রাতে মদ খেয়ে নাটকবাজি! যা ভাগ এখান থেকে।
রচনাকাল : ২০/২/২০২১
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।