আবেগ যখন চিন্তিত হয় ভাষা হয়ে ওঠে তার প্রকাশ তখনই সে কবিতা হয়ে উঠতে পারে। বালি-ঘড়ি বুঝিয়ে দিয়েছিল সেদিন আমি ফুল বাটি জুড়ে আল্পনা দিয়েছিলাম বীণাপানির জলতট মুছে মুছে শহুরে কলকল বিদায় নিয়ে চলে গিয়েছিল আর নূপুরের ঘাম নিয়ে চলেছে নান্দনিক বিস্তার বিস্ময়বোধক পরিমাপে বোধশক্তির বিকাশ আশ্লেষে বিমুগ্ধ রাত নীরব সংলাপ।।রচনাকাল : ২০/২/২০২১