ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আজি এ বসন্তে হেরি পত্রবৃন্তে
নব নব কিশলয়,
পূবে রবি উঠে বনে ফুল ফুটে
শীতল সমীর বয়।
আমের বাগানে কোকিলের গানে
পুলকিত তনু মন,
নদীঘাট কাছে ফুলে ভরে আছে
শিমূল পলাশ বন।
রাঙাপথ ধরে বধূ আসে চরে
জল নিয়ে যায় ঘর,
কুসুম কাননে মধু আহরণে
ধেয়ে আসে মধুকর।
বসন্ত এসেছে প্রকৃতি হাসিছে
অপরূপ শোভা ধরে,
রাঙাপথ বাঁকে বট তরুশাখে
পাখি কলরব করে।
দিবা অবসানে আমাদের গ্রামে
সাঁঝের সানাই বাজে,
ফাগুন লেগেছে পুলক জাগিছে
সবার হৃদয় মাঝে।
রচনাকাল : ১৯/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।