হকার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ৪৭৩৭ জন পড়েছেন।
Arka Banerjee
জ্বলন্ত বিড়ির টানে যখন দিগন্ত বিস্তৃত অন্ধকার আচমকা আলোকিত হয়েওঠে,
তখন সেই রহস্যময় অন্ধকার পৃথিবীর বুক ছিড়ে অমলিন ভালোবাসা জেগে উঠে ।
নিজের সত্তা হারানো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া ছেলেটা ঘরে ফিরছে,
তৃপ্তির হাসি তার কপোল ছুঁয়েছে কারণ বেকারত্ব তার ঘুচেছে হকারিতে।
বহুচাহিদার বহু প্রেরণার বাতিঘর তার শিক্ষা ফলাফল থেকে কাগজে পরিণত,
সে শুনেছে অনেকের খোঁটা, বেকার চাকরি পায়নি; প্রতিনিয়ত।।
আজও ভুলতে পারে না সেই অঙ্কের প্রতি পাতা যেখানে তার শিক্ষা ফুটে উঠতো।
আজ তারা কাগজ, ঝালমুড়ির ঠোঙ্গা হয়েছ কিম্বা হিসাবের ফর্দ কখনো কখনো।।
গুটি কয়েক বই ছিল যা সে কিনেছিল টিউশন পরিয়ে আরো পড়বে বলে,
অভাবে সেটাও বিক্রি করতে হচ্ছে কিলোদরে সংসার চালাবে বলে!
বাড়িতে অভাব, বাবার ওষুধ, কুমারী বোন সব করা নারে,
অহেতুক নেশার টাকা বাঁচাতে সিগারেট ছেড়ে সে বিড়ি টানা ধরে!
আমিও ওদের দলে, আমি অন্য নই!
এরকম কত ছেলে ভেসে যায় এই বাস্তবেই।

অর্ক বন্দোপাধ্যায়
নিউটাউন কলকাতা
রচনাকাল : ১৯/২/২০২১
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 14  Europe : 1  France : 3  Germany : 1  Hong Kong : 1  India : 137  Iran, Islamic R : 1  Ireland : 7  Japan : 1  
Mongolia : 1  Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 12  Sweden : 8  Ukraine : 3  United Kingdom : 8  United States : 174  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 14  Europe : 1  France : 3  
Germany : 1  Hong Kong : 1  India : 137  Iran, Islamic R : 1  
Ireland : 7  Japan : 1  Mongolia : 1  Poland : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 12  Sweden : 8  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 174  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হকার by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১০৬৬৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী