ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (ষষ্ঠ পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী ফাগুন এসেছে ভাই এসেছে ফাগুন, দেহে মনে রং লাগে ধরেছে আগুন। পলাশ শিমূল বনে পাখি বসে থাকে, পাশে তার আমবনে কোকিলেরা ডাকে। রাঙাপথে দুইধারে তরুর শাখায়, বসন্তের কিশলয় নব শোভা পায়। সুশীতল নদীঘাট অজয়ের তীর, বহিতেছে মৃদুমন্দ শীতল সমীর। কুলু কুলু বয়ে চলে নদী অবিরাম, ফাগুনের উত্সবে মেতে উঠে গ্রাম।রচনাকাল : ১৫/২/২০২১