পৃথিবী হোক লাল গোলাপের এক বৃহৎ বাগান, সকল হৃদয় হোক প্রেমপূর্ণ আবেগ অনুভূতি গুলো আরও একবার নতুন করে হোক জাগ্রত। হিংসা , স্বার্থপরতা র হোক অবসান ভালোবেসে কেউ যেনো না হয় প্রতারিত, না হয় আক্রান্ত সম্পর্কগুলো হোক চিরন্তন যুগে যুগে প্রেম বেঁচে থাক কোমল হৃদয়ে বেঁচে থাকুক ভালোবাসাতেই।।রচনাকাল : ১৪/২/২০২১
পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ।