বিশ্ব ভালবাসা দিবসের কবিতা ফাগুনের গান
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৪৮১৩৯ জন পড়েছেন।
বিশ্ব ভালবাসা দিবসের কবিতা
 ফাগুনের গান
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ভালবাসা দিবস। রঙবাহারি ফুলে ভ্রমরের গুঞ্জন আর মাতাল হাওয়ার তোড়ে হৃদয়ে লাগা দোলায় বলছে বসন্ত এসেছে ধরণীতে। পলাশ ও শিমুলের ডালে লেগেছে ফাগুনের আগুন। বসন্ত কচিপাতায় আনে নতুন রঙ, আলোর নাচন। সাথে মানবমনেও তাই নয় কি?


সবুজ পত্র-পল্লবের আবডালে লুকিয়ে তাই বসন্তের দূত কোকিল শোনায় মদির কুহুকুহু ডাক। আর ওই ডাকে ব্যাকুল হয় বিরহী মন।


ফুলেল বসন্ত কিংবা মধুময় বসন্ত- যে বিশেষণেই বসন্তকে চিত্রায়িত করা হোক না কেন, যৌবনের উদ্দামতায় মন-প্রাণ উজাড় করে দেয়ার আজ প্রথম দিন। ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নিঃস্বর্গ প্রকৃতিতে। প্রকৃতি আজ দখিনা দুয়ার খুলে দিয়েছে। বইছে ফাগুনের হাওয়া। শীতের খোলসে নিজেকে আড়ষ্ট করে রাখা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ডালিয়া এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে।


বসন্তে কচি পাতায় আলোর নাচনের মতই বাঙালির মনেও দোলা লাগায়। একই সাথে বাসন্তি রঙের শাড়ি ও পাঞ্জাবি গায়ে জড়িয়ে আনন্দে মেতে ওঠার আবাহনও শোনা যায় পয়লা ফাল্গুনে। এ সময়েই শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। শীতের খোলসে ঢুকে থাকা বন-বনানী অলৌকিক স্পর্শে জেগে উঠে। প্রকৃতিতে চলে মধুর বসন্তে সাজ সাজ রব। উৎসব-আয়োজনে বসন্তকে বরণ করে নিতে মুখিয়ে আছে সকলে।


আজ ফাগুন প্রভাতে, বসন্তের রং মখে, অরুণের কিরনচ্ছটায়, মধুকরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে হৃদয় পুলকিত হয়ে উঠে। আসুন, আমরা সকলেই কন্ঠে কন্ঠে মধুর সুরে গেয়ে উঠি ফাগুনের গান।


বিশ্ব ভালবাসার দিবসে বাংলা কবিতার আসরের জয় হোক, কবিতার জয় হোক, বাংলার কবিদের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।


বিশ্ব ভালবাসা দিবসে মানুষের মাঝে রোপিত হোক ভালবাসার বীজ। মানুষকে ভালবাসতে শিখুন, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান। সহানুভুতির পরশ মাখা হাত এগিয়ে দিন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


বিশ্ব ভালবাসা দিবসের কবিতা
         ফাগুনের গান
             কলমে-  লক্ষ্মণ ভাণ্ডারী


এসেছে ফাগুন ধরেছে আগুন
আমার হৃদয় মাঝে,
প্রকৃতি আজিকে নব রং মেখে
সাজে অপরূপ সাজে।


অরুণ তপন রাঙায় ভুবন
ফুল ফুটে গাছে গাছে,
মাঝি খেয়া বায় তরণী ভিড়ায়
নদীর ঘাটের কাছে।


তরুর শাখায় বসি পাখি গায়
ফুলবনে ফুটে ফুল,
আসি অলিগণ করে গুঞ্জরণ
ধরেছে আম্র মুকুল।


বসন্ত প্রভাতে শুনি কান পেতে
কোকিলের কুহুতান,
বসন্ত এসেছে কমল ফুটেছে
শুনি ফাগুনের গান।


পলাশের শাখে শালিকেরা ডাকে
রং লাগে দেহ মনে,
বসন্ত এলো রে এ ধরার পরে
পলাশের বনে বনে।


যেদিকে তাকাই দেখিবারে পাই
নব নব কিশলয়,
ফাগুনের গানে সাগরের পানে
অজয় তটিনী বয়।
রচনাকাল : ১৪/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 10  France : 3  Germany : 2  Hong Kong : 1  India : 59  Ireland : 1  Russian Federat : 3  Ukraine : 2  United States : 67  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 10  France : 3  Germany : 2  
Hong Kong : 1  India : 59  Ireland : 1  Russian Federat : 3  
Ukraine : 2  United States : 67  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব ভালবাসা দিবসের কবিতা ফাগুনের গান by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪২৭০৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী