আলিঙ্গন দিবসের কবিতা
আনুমানিক পঠন সময় : ১৫ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৫০৯৪৩ জন পড়েছেন।
আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আলিঙ্গন দিবস। এই পূণ্য লগ্নে আজ আমাদের ২৪তম বিবাহ বার্ষিকী। এক অভিনব মনোভাবনা সুবাসিত ভালবাসার পরশে সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি।
সেই নতুন ভাবনায় লেখা আমার কবিতা।

আলিঙ্গন দিবসের কবিতা
                   - লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তে আজ               রং ছড়ালো
           মনের আঙিনায়,
আলিঙ্গনের              দিবসে আজ
           মন তোমারে চায়।

বন্ধ মনের                দুয়ার খুলে
         দেখি দু’চোখ ভরে,
হদয় তব               রয়েছে খোলা
         চিরদিনের তরে।

শুভেচ্ছা প্রীতি            ভালবাসায়
         ভরিয়ে দেবো মন,
রক্ত গোলাপ            দিয়ে তোমায়
         নেবো করে আপন।

আজকে জানি            ধরণীতলে
         ভালবাসার খেলা,
তোমায় নিয়ে             কাটবে বন্ধু
         আজকে সারাবেলা।

কবি হৃদয়ে             পরশ দিয়ে
         আপন করে নিও,
যতন করে             রক্ত গোলাপ
         হৃদয়ে রেখে দিও।

প্রেমিক কবি           কবিতাপ্রেমী
         এই ধরণীর তলে,
কবির প্রেমে           কবিতা আজ
         হৃদয়ের কথা বলে।

সিঁদুর রাঙা ভালবাসা
(২৪তম বিবাহ বার্ষিকী নিয়ে কবিতা)
               - লক্ষ্মণ ভাণ্ডারী

সিঁদুর রাঙা                    ভালবাসার
            দিনটি মনে রাখি,
আজ মোদের                  বাইশতম
            বিবাহের বার্ষিকী।

স্মৃতি পাতায়                  বাজে সানাই
            মনের আঙিনায়,
সেদিন ছিল                   বিয়ের লগ্ন
            আজকে লগ্ন নাই।

সেদিন ছিল                  খুশিতে ভরা
             ভুবন আলোময়,
স্মৃতিতে ভরা                দিনটি আজ
             স্মৃতিপটে অক্ষয়।

সেজেছিলাম                 সেদিন আমি
             বরের নব সাজে,
স্মৃতিতে ঘেরা               দিনটি আজ
            জাগে মনের মাঝে।

টোপর মাথে               সেদিন রাতে
           সাথীরে প্রথম দেখা
প্রিয়ার চোখে              প্রথম দেখা
          হৃদয়ে আছে লেখা।

সিঁদুর রাঙা                    ভালবাসার
            দিনটি মনে রাখি,
আজ মোদের                  বাইশতম
            বিবাহের বার্ষিকী।

স্মৃতি পাতায়                  বাজে সানাই
            মনের আঙিনায়,
সেদিন ছিল                   বিয়ের লগ্ন
            আজকে লগ্ন নাই।

সেদিন ছিল                  খুশিতে ভরা
             ভুবন আলোময়,
স্মৃতিতে ভরা                দিনটি আজ
             স্মৃতিপটে অক্ষয়।

সেজেছিলাম                 সেদিন আমি
             বরের নব সাজে,
স্মৃতিতে ঘেরা               দিনটি আজ
            জাগে মনের মাঝে।

টোপর মাথে               সেদিন রাতে
           সাথীরে প্রথম দেখা
প্রিয়ার চোখে              প্রথম দেখা
          হৃদয়ে আছে লেখা।

শঙ্খ বাজায়               মেয়েরা সব,
           মায়েরা উলু দেয়,
বর বধুকে                 সবাই এসে
            বরণ করে নেয়।

ভালবাসার                 অবুঝ মনে
           মিললো দুটি হাত,
পরিয়ে মালা                সিঁদুর খেলা
           কাটে বাসর রাত।

স্মৃতির রাশি                 বাজায় বাঁশি
           আজ খুশির দিনে,
চব্বিশ তম                    পুরানো স্মৃতি
           আজও পড়ে মনে।

আমাদের চব্বিশতম বিবাহ-বার্ষিকীতে যাঁদের সহৃদয় মন্তব্যে
জীবনে চলার পথে প্রেরণা পেয়েছি---

সুন্দর প্রমানুভূতিতে কবিবরের ২৪তম বিবাহ বার্ষিকীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলি, মঙ্গলময় হউক আগামী পথ চলা। জয়গুরু!!!
               মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)

সত্যিকারের এক ভালো লাগা ছন্দের খেলা, অপূর্ব সৃস্টি। আপনার লেখনি থেকে শেখার আছে অনেক কিছু, ভালো থাকুন কবি,
শুভেচ্ছা নিরন্তর
                                          আবু কওছর

দারুন সুন্দর প্রেমের কবিতা ।আপনাকে বাহুবন্ধনে আবদ্ধ করলাম কবিবর।শুভেচ্ছা রইলো
                                         রণজিত্ মাইতি

অপূর্ব!!!
তোমাদের শুভ বিবাহ বার্ষিকী দিবসে লাল গোলাপের শুভেচ্ছা।
আগামী দিনগুলো কাটুক নিখাদ ভালবাসা ময়।
সুখে দুঃখে থাক সদা মাখামাখি করি।
শুভেচ্ছা অনন্তের।
                              
মোহঃ জাহির হোসেন

অনবদ্য ।

স্মৃতির কোলে খুব সুন্দর ।  
                                                                                                  

                                                    রক্তিম

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা জানাই ।
প্রিয় কবির দাম্পত্য জীবন সুখের হোক ।
পরম্পুরুষের নিকট প্রার্থনা করি ।  
সুন্দর ছন্দময় কাব্য ।
সাথে থাকুন । সুখী হন ।
জয়গুরু ! জয়গুরু ! জয়গুরু !
                                                                                                                                                      

                      দীপ্তি রায়

আজকের শুভেদিনে আলিঙ্গন আর
ভালোবাসা দুটোই চির অক্ষয় হোক কবিজির ।
আপামর মানবেরও আলিঙ্গন চির অটুট হোক।

খুব খুব ভালো লাগল আজকের কবিতাটি!!
অনেক শুভকামনা আর বসন্ত- প্রীতি দিয়ে
গেলাম প্রিয় কবিজিকে। সাথে আপনার চির-সাথিকেও।

                                   রীনা বিশ্বাস (হাসি)

জীবন সুন্দর হোক,
শুভ দিনে এই কামনা।
মুদ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা রইলো।      

                                  অজিত কুমার কর

অপূর্ব সুন্দর দুইটি লেখাই। আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক প্রিয় কবি। পরমপিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

তোহায় জানাই শুভর শুভ অনেক শুভ কামনা,
তৃপ্তি পরান গার্হস্থে, ধন বাঢ় সুখ-
হৃদয় প্রণয়
প্রার্থনা।
তোহার জীবন ফুলের মালা ঘৃতকুমারী চন্দনে,
মাতলো যে প্রাণ আকাশ রবে
গাইতে জীবন
বন্ধনে।
মঙ্গলময় হোক স রাহা ধন্য ময়ূরপঙ্খী,
রব তুলে সে কুহু রবে
বইতে কোকিল
কন্ঠী।
ঝর ঝর ঝর ঝর্ণা ধারায় দিব্য আলোক সনে,
প্রাণ ভরে যাক দুনিয়াদারি
ঝরতে তোহার দুই
ভুবনে।
সাধতে সাধ সাধ্য নাই অনেক দূরে রই,
ভবসাগরে কান্না হাসি-
বইতে রে বই
সই।
বৈতরণীর ঘাটে ঘাটে আলোক শিখায় জ্বালাই প্রাণ,
আজকে ধরা কাব্য রবে-
তোহার জীবন ধন্য
গান।
হে ঈশ্বর ধন্য করিস ধন ধান্যে পূর্ণ কুটি,
আজকে জ্বালাই তোর ওই দ্বারে
জ্বালাই ওহে মাধব আমার
প্রাণের শিখা আলোক
বাতি।

অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।

                                                                                    
                                      -সঞ্জয় কর্মকার

শুভ বিবাহ বার্ষিকী। ভালো থাকবেন। দারুন লাগলো । শুভেচ্ছা জানবেন ।        
                                    - তমাল ব্যানার্জী

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।                

                     স্বপন গায়েন (উদয়ন কবি)

অপূর্ব সুন্দর দুটি কবিতায়। ২৪তম বিবাহ বার্ষিকীর এক রাশ শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।
                                                                          -              

                                       মূলচাঁদ মাহাত

সদা প্রজ্জ্বল রহে, শুভবার্ষিকী । অফুরন্ত শুভকামনা, শুভেচ্ছা, জানাই প্রিয় কবিকে,
সদা ভাল থাকুন প্রিয় ।
                          
                             -গোপাল চন্দ্র সরকার

আজি এ বিবাহ বার্ষিকীতে কবিকে দিতে চাই একটি প্রেমের লাল গোলাপ। কবির জন্য আরও দিলাম শুভেচ্ছা ও অভিনন্দন সাথে পাতায় আমন্ত্রণ।
শুভ বিবাহ বার্ষিকী কবিবর।
                                                  
                             -মোঃ আব্দুল কাদের

২৪তম বিবাহ বার্ষিকীতে প্রিয় কবিকে আন্তরিক অভিনন্দন। দুটি কবিতাই সুন্দর। আন্তরিক শুভেচ্ছা প্রিয় কবিকে।
                                              
                                

-ডঃ প্রদীপ কুমার রায়

২৪ তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা অনিবার। ছন্দে মাতাল করা কবিতা মন ছুঁয়ে গেল। দুজনেরই মঙ্গল কামনা করি। পরিবারের সক্কলে সুস্থ থাকুন।
শুভেচ্ছা রইলো।
                                                  
                                  
    -সুমিত্র দত্ত রায়

চমৎকার প্রেমের স্মৃতিময় কাব্যদ্বয় পাঠে মুগ্ধ হলাম
প্রীয় কবি ! শুধু মুগ্ধতা !
অনেক প্রীতি ,ভালোবাসা এবং শুভেচছা !
ভালো থাকুন সর্বদা ! শুভকামনা নিরন্তর !
                                                                        
                                       


  রেজুয়ান চৌধুরী
রচনাকাল : ১৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bangladesh : 103  Canada : 93  China : 13  France : 9  Germany : 4  Hong Kong : 1  Hungary : 105  India : 923  Ireland : 1  
Italy : 1  Japan : 3  Korea, Republic : 1  Kuwait : 1  Malaysia : 5  Oman : 1  Philippines : 2  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 2  
Singapore : 1  Sweden : 1  Taiwan : 1  Thailand : 4  Ukraine : 3  United Arab Emi : 2  United Kingdom : 4  United States : 508  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Bangladesh : 103  Canada : 93  China : 13  
France : 9  Germany : 4  Hong Kong : 1  Hungary : 105  
India : 923  Ireland : 1  Italy : 1  Japan : 3  
Korea, Republic : 1  Kuwait : 1  Malaysia : 5  Oman : 1  
Philippines : 2  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 2  
Singapore : 1  Sweden : 1  Taiwan : 1  Thailand : 4  
Ukraine : 3  United Arab Emi : 2  United Kingdom : 4  United States : 508  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আলিঙ্গন দিবসের কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৪৬২৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী