রিহানা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, শেষ লড়াই, ব্লাড ক্যান্সার। ডাক্তার সময় দিয়েছেন মাত্র ২৪ ঘন্টা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই এসেছে আর এসেছে রিহানার সেই ভালোবাসার মানুষটা, সৌরভ।
সৌরভ পাশে এসে বসলো, হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে বললো, "কিরে কেমন আছিস আজ? আমি বলেছিলাম তো তুই সুস্থ হয়ে যাবি, আবারও আমরা ফুচকা খাবো, তুই শাসন করবি আমায় ঠিক আগের মতো। তুই সুস্থ হয়ে ওঠ তাড়াতাড়ি আমার বড্ড একা লাগে তোকে ছাড়া। এই দ্যাখ তোর জন্য কি এনেছি" - এই বলে একগোছা লাল গোলাপ রিহানার সামনে ধরে বললো "হ্যাপি রোজ ডে রিহানা, আগে কখনো দিইনি তুই কত্তো রাগ করেছিস তবুও দিইনি। আজ এনেছি তোর জন্য নিবি না তুই?"
সৌরভের চোখ থেকে জল ঝরছে, "রিহানা থেকে যা, প্লিজ থেকে যা। তোকে ছাড়া বড্ড অসহায় আমি, খুব ভালোবাসি তোকে, খুব খুব.."
রিহানা সৌরভের হাতদুটো আঁকরে ধরে বললো "আমিও তোমায় ছেড়ে থাকতে পারবো না কিন্তু সময় যে বড্ড কম সৌরভ দা, আমায় যে যেতেই হবে। আমিও তোমায় খুব ভালো..........."
কথারা থেমে গেল স্তব্ধ হলো চারদিক, একরাশ লাল গোলাপের পাশে চিরদিনের জন্য চিরকালে ঘুমিয়ে গেল ফ্যাকাশে চোখদুটো। গল্পটা শেষ হল ঠিকই তবে থেকে গেল না বলা কথারা, চোখের কোণের জল আর একরাশ ভালোবাসারা, যা হয়তো কখনো শেষ হওয়ার নয়।
--রিয়াঙ্কা ????
রচনাকাল : ৮/২/২০২১
© কিশলয় এবং রিয়াঙ্কা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।