ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক) গোলাপ দিবস (রোজ ডে)- প্রথম পরিচ্ছেদ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৮৬৬৪৮ জন পড়েছেন।
ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক)
গোলাপ দিবস (রোজ ডে)- প্রথম পরিচ্ছেদ 
তথ্য সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভ আর অপরূপ রূপ প্রেমিক মনকে করে তোলে উদাসী। এই উদাসী মনকে প্রশান্তি দিতে মধুর কণ্ঠে অবিরাম গান শোনায় কোকিল। আর এই ভাষা ও ভালোবাসার মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় একটা সপ্তাহ, যাকে আমরা বলি ‘ভ্যালেন্টাইন্স উইক’ ভালবাসা দিবস সপ্তাহ।

ভালোবাসার প্রতীক হল লাল গোলাপ। ভালোবাসার এই প্রতীকটির দিবস আনুষ্ঠানিকভাবে প্রথম নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। ৫০তম বিবাহবার্ষিকীতে আলেকজান্দ্রা লন্ডনে এলে লন্ডনের অধিবাসীরা তাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান। আলেকজান্দ্রা এত গোলাপ দেখে তো হতবাক! তিনি এক সিদ্ধান্ত নিলেন, এই হাজারখানেক গোলাপগু বিক্রি করে সেই টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষদের প্রতি সেবার, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বললেন। লাল গোলাপ দিয়ে ‘তার’ মুখে হাসি ফোটানোর জন্য পালিত হয় বিশেষ রোজ ডে।

ভালোবাসা হলো গোলাপের মতো। সুন্দর, প্রাণবন্ত আর রঙিন। ফেব্রুয়ারি মাসটি ভালবাসায় ভরা মাস। ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন রোজ ডে দিয়ে শুরু হয়। এটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে উদযাপিত হয়। এরপরে আসে প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং  অবশেষে ভ্যালেন্টাইন ডে পালিত হয়।

কোমল একটি গোলাপ সবচেয়ে বেশি আনন্দ সরবরাহ করে যা প্রিয়জনদের জন্য ভালবাসা, উদ্বেগ এবং কোমলতার প্রতীক। ২০২১ সালের এই গোলাপ দিবসে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করুন। সকলকে গোলাপ দিবসের শুভেচ্ছা!

গোলাপের বিনিময়ে
                  লক্ষ্মণ ভাণ্ডারী

গোলাপ দিবস আজি জানে সর্বজনে,
প্রেমের গোলাপ ফুটে হৃদয় কাননে।
গোলাপের ভালবাসা ব্যর্থ নাহি হয়,
ভালবাসা করে জয়, সবার হৃদয়।

গোলাপের বিনিময়ে প্রীতির বন্ধন,
শুভেচ্ছার বিনিময়ে প্রফুল্লিত মন।
ভালবেসে কর যদি গোলাপ প্রদান,
দিনে দিনে বৃদ্ধি হয়, অর্থ যশ মান।

করিলে গোলাপ দান ভালবাসা হয়,
মিলেমিশে থাকে দুটি অভিন্ন হৃদয়।
হৃদয়ের ভালবাসা পবিত্র গোলাপ,
গোলাপ প্রদানে তাই নাহি হয় পাপ।
ভালবাসা মূল্য দিয়ে কেনা নাহি যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

রচনাকাল : ৭/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 14  France : 5  Germany : 3  India : 68  Ireland : 7  Russian Federat : 6  Saudi Arabia : 3  Sweden : 12  Ukraine : 5  
United Kingdom : 2  United States : 120  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 14  France : 5  Germany : 3  
India : 68  Ireland : 7  Russian Federat : 6  Saudi Arabia : 3  
Sweden : 12  Ukraine : 5  United Kingdom : 2  United States : 120  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক) গোলাপ দিবস (রোজ ডে)- প্রথম পরিচ্ছেদ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬২৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী