গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
সবুজ ছায়ায় ঘেরা মোর গ্রামখানি,
গাঁয়ের মানুষ নাহি করে হানাহানি।
সবার সুখেতে সুখী গ্রামবাসীগণ,
অপরের দুঃখে করে অশ্রুবিসর্জন।
আমাদের গ্রামখানি অতি মনোহর,
গ্রাম সীমানায় হেরি অজয়ের চর।
রাঙাপথ গেছে চলে নদীঘাট ছাড়ি,
লালধূলো মেঠোপথে চলে গরুগাড়ি।
আম কাঁঠালের গাছ গ্রামখানি জুড়ে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
গাছেগাছে পাখিদের শুনি কোলাহল।
বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে হেরি রবি বসে পাটে।
সাঁঝের আঁধার নামে জোনাকিরা জ্বলে,
অজয় আপন বেগে শুধু বয়ে চলে।
রচনাকাল : ৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।