কত শত মানবেরে করিয়া উন্নত
শিক্ষাদানে হইতেছ আজিকে বিরত
আজি এ বিদায় বেলায়
ছিঁড়িছো বাঁধন হেলায়।
ফিরিছো আপন কূলায় অবসর তরে
শত শত অনুগামী সহকর্মী ছেড়ে,
যেমন বিহঙ্গ ফেরে
সন্ধ্যায় আপন নীড়ে।
সন্ধ্যার অমোঘ আঁধার বার্তা নিয়ে আসে
শ্রান্ত পাখি নীড়ে ফেরো ,লহ হে বিশ্রাম
ফিরিতে চাহেনা মন
ছাড়ে না আপনজন
তবু যেতে হয়।
পাখির কাকলী সম , স্মৃতির কানেতে বাজে
আজও তব সাহিত্যের সেই ধ্বনি গুলি
যার বলে উচ্চারেছি
এই টুকু ধ্বনি।
শ্রদ্ধার প্রণাম দিয়ে জানাই বিদায়
আশীর্বাদ তব, সবে যেনো নির্বিচারে পায়
তব পদ রজ পেয়ে
ধন্য অনুগামী।।
রচনাকাল : ১/২/২০২১
© কিশলয় এবং প্রশান্ত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।