গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সবুজ তরুর ছায়া গাঁয়ে চারিধারে।
গাঁয়ে আছে সুখশান্তি আছে স্নেহছায়া,
গাঁয়ের মাটিতে আছে মমতা ও মায়া।
সোনার অরুণ রবি উঠে সুপ্রভাতে,
শুভক্ষণে পাখি সব কলরবে মাতে।
ফুল শাখে ফুল কলি ফুটিল সকল,
অজয় আপন বেগে বহে কল কল।
রাঙাপথে দুইধারে তালগাছ সারি,
সারিসারি রাঙাপথে চলে গরুগাড়ি।
রাখাল বাজায় বাঁশি নিয়ে গরুপাল,
মাদল বাজায় সুখে মাঝি সাঁওতাল।
গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
প্রীতি আর ভালবাসা অটুট বন্ধন।
এইগাঁয়ে স্বর্গসুখ আছে আমি জানি,
সবুজ ছায়ায় ঘেরা ছোট গ্রামখানি।
রচনাকাল : ৩১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।