গাঁয়ের মানুষ আপন (দ্বিতীয় পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী অজয় নদীর পারে আমাদের গ্রাম, অজয়ের জলধারা বহে অবিরাম। রাঙাপথ গেছে চলে অজয়ের ঘাট, মাঝে পড়ে কুলবন চাঁপাডাঙা মাঠ। সকালে সোনার রবি পূবদিকে উঠে, ফুলবনে ফুলশাখে নানা ফুল ফুটে। তালদিঘি দুইধারে পাড়ে তালগাছ, জলে তার করে নাচ বড় রুইমাছ। গ্রাম সীমানায় দেখি বহিছে অজয়, ছল ছল কল কল অবিরত বয়। শাল পিয়ালের বন অজয়ের বাঁকে, বনটিয়া পাখি সব বসে ঝাঁকে ঝাঁকে।রচনাকাল : ৩০/১/২০২১