নীতি হোক একটাই - মনুষ্য নীতি।
ধর্ম হোক একটাই - মানবধর্ম।
বাসস্থান হোক একটাই -
উন্মুক্ত পৃথিবী।
শিক্ষা হোক একটাই - মানবিকতা।
পরিচয় হোক একটাই - মানুষ।
সমাজ হোক কয়েক কোটি ভাষার,রঙের,সংস্কারের,আবেগের,স্মৃতির, ও নিদর্শনের মেলবন্ধন ।
তথাকথিত বিরোধী রা ও পাক মত প্রকাশের স্বাধীনতা।"বিরোধী" র অর্থই যেনো না হয় প্রতিদ্বন্দ্বী, বরং তাকে স্বীকার করা হোক সমালোচক রূপে।
নারী- পুরুষ কে ভাবা হোক সমাজের দুই অপরিহার্য অঙ্গ।
হিংসা , চাটুকারিতা, রক্তপাত বন্ধ হোক।বন্ধ হোক অপরকে পরিহাস, আক্রমণ ।পৃথিবী হয়ে উঠুক এক একান্নবর্তী পরিবারের মতো।
চারিদিক ভরে উঠুক সবুজে ।মন হোয়ে উঠুক সবুজ, নির্মল।সকল মলিনতা দূর হোক।সেই দিনের জন্য ই অপেক্ষারত আমি।
রচনাকাল : ৩০/১/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।