ভালোবাসার সাক্ষী ছিল ওই আকাশের তারাগুলো।
কদম গাছের ফুল গুলো যেন বলছিল হেসে হেসে,
পেলি তবে তুই খুঁজে ভালোবাসার মানুষ।
চাঁদনী রাতও সাক্ষী ছিল মোদের ভালোবাসার।
আজও এসেছে সাক্ষ্যতার দিন তবে অন্যরকম
সেদিন ছিল তারা গুলো সাক্ষী হয়ে ভালোবাসার মিলনের।
আজ আছে সাক্ষী হয়ে ভালোবাসার বিচ্ছেদের।
সেদিন ছিল তারায় প্রাণ আজ যেন প্রাণহীন,
মেঘে ঢেকেছে তারাগুলো।
ফুল গুলো আজ মুসরে আছে
তুলছে না যে মুখ।
আকাশ জুড়ে আজ অমাবস্যা নেমেছে
চাঁদ যেনো আছে মুখ লুকিয়ে।
সাক্ষী আছে দুটো সময়।
সাক্ষী আছে আকাশ বাতাস।।
রচনাকাল : ২৯/১/২০২১
© কিশলয় এবং পায়েল মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।