পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের আমেজ লাগে হৃদয়ে পুলক জাগে
পৌষ মাসে পিঠের পরব,
পথের তরুর শাখে কিচিমিচি সুরে ডাকে
পাখিদের শুনি কলরব।
নতুন চালের পিঠে খেতে খুব লাগে মিঠে,
দুধ চাঁছি নারকেল আর,
তিল গুড় খোয়া দিয়ে দুধের সাথে মিশিয়ে
পিঠে হয় বিবিধ প্রকার।
শীত সহ্য নাহি হয় উত্তরে হাওয়া বয়,
আগুন পোহাই কাঠ জ্বেলে,
কাজলা দিঘির পাড়ে তালগাছ সারে সারে
জেলে মাছ ধরে জাল ফেলে।
উত্তরে হাওয়া বয়, শীত সহ্য নাহি হয়
কনকনে শীত লাগে ভাই,
পৌষমাসে পুঠেপুলি গুড়ের সরু পিটুলি
সাধ জাগে দুধ সাথে খাই।
রচনাকাল : ২১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।