পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না ( দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
মকর সংক্রান্তিআজি নতুন সাজেতে সাজি
সকলেই নদীঘাটে আসে,
নদীঘাটে করে স্নান খুশিতে মেতেছে প্রাণ
শাল পিয়ালের বন পাশে।
স্নান সমাপন করে নতুন বসন পরে
নদীঘাটে জমে ওঠে ভিড়,
মকরের উত্সবে সবাকার কলরবে
মুখরিত অজয়ের তীর।
টুসু ভাসানের গান বিসর্জন পরে স্নান
নদীঘাটে লোকজন মেলা,
একতারা ধরি হাতে বাউলের আখড়াতে
গান হয় আজি সারাবেলা।
বসেছে দোকান কত বেচাকেনা কত শত
আলু চপ ঘুঘনি পাঁপড়,
খেলনা বেতের ঝুড়ি চপ ভাজে বেনেবুড়ি
মেলা বসে অজয়ের চর।
দিনশেষে সারি সারি চলেছে গরুর গাড়ি
যাত্রী সবে চেপে ঘরে যায়।
অজয়ের নদীচরে সোনালী আলোক ঝরে
দূরে কারা মাদল বাজায়?
রচনাকাল : ২১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।