, শহর : Kolkataপ্রথম আলোর আগমনে কমোলিকার চিঠি আলগা করা শার্সি দিয়ে দেয় শুধু উঁকি, চার দেওয়ালে ঝিলিক খেলে আর বদনে আঁকিবুঁকি; প্রকৃতির প্রীতি জড়ানো আমার এই কুঠি। অনিলের স্বকীয় ছন্দ গাঙুরের ঘাটে খেচরের কত ধ্বনি মেশে তাতে ধেয়ে, কপটতা দূরে ঠেলে, সুর আসে বয়ে; উপবনে কত প্রসূন অচীনেই ফোটে। সাঁঝের সুখ খুব প্রেওসী, প্রদীপ তুলসীতলায় শঙ্খের ধ্বনি ওঠে অখিল পাড়ায়, ভাটিয়ালি সুর তখন অকূল দরিয়ায়; যামিনীর অন্তরীক্ষে কত মিঠে পরিচয়। সববিলাসী অতীত এখন, কেউ দেয়না ঠাঁই, স্বপ্নের মন শূন্যে ভেসেছে, সদ্য পড়ে ছাই।রচনাকাল : ২০/১/২০২১
ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।
তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।
তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত।