প্রথম আলোর আগমনে কমোলিকার চিঠি
আলগা করা শার্সি দিয়ে দেয় শুধু উঁকি,
চার দেওয়ালে ঝিলিক খেলে আর বদনে আঁকিবুঁকি;
প্রকৃতির প্রীতি জড়ানো আমার এই কুঠি।
অনিলের স্বকীয় ছন্দ গাঙুরের ঘাটে
খেচরের কত ধ্বনি মেশে তাতে ধেয়ে,
কপটতা দূরে ঠেলে, সুর আসে বয়ে;
উপবনে কত প্রসূন অচীনেই ফোটে।
সাঁঝের সুখ খুব প্রেওসী, প্রদীপ তুলসীতলায়
শঙ্খের ধ্বনি ওঠে অখিল পাড়ায়,
ভাটিয়ালি সুর তখন অকূল দরিয়ায়;
যামিনীর অন্তরীক্ষে কত মিঠে পরিচয়।
সববিলাসী অতীত এখন, কেউ দেয়না ঠাঁই,
স্বপ্নের মন শূন্যে ভেসেছে, সদ্য পড়ে ছাই।
রচনাকাল : ২০/১/২০২১
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।