অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (দশম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ধারে
রাঙাপথের বাঁকে,
জল নিতে আসে বধূ
কলসী লয়ে কাঁখে।
মেঠো পথে সারি সারি
চলিছে গরুর গাড়ি
দূর গ্রামে দেয় পাড়ি
পাখিরা তরু শাখে,
সারাদিন খেলা করে
মধুর সুরে ডাকে।
অজয় নদীর ধারে
রাঙাপথের বাঁকে।
বধূ জল নিতে আসে
কলসী কাঁখে করে,
প্রভাতের সোনা রোদ
ঝরে নদীর চরে।
অজয়ের নদীজলে
পার হয় দলে দলে
দেখি জন কোলাহলে
নদীর ঘাট ভরে।
প্রভাতের সোনা রোদ
ঝরে নদীর চরে।
জল নিয়ে যায় বধূ
মাটির পথ ধরে।
শালিকেরা দল বেঁধে
নদীর চরে আসে,
শঙ্খচিল পাখা মেলা
গগনতলে ভাসে।
বেলা যেই আসে পড়ে,
সোনালী আলোক ঝরে,
অজয় নদীর চরে
এই গাঁয়ের পাশে,
দিগন্তে লুকায় সূর্য
শালবনের মাঝে।
সাঁঝের সানাই বাজে
মধুর সুর ভাসে।
রচনাকাল : ১৬/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।