কবিতাঃ মকর সংক্রান্তি
কলমেঃ সুজন কুমার রায়
কাল বিবর্তন সময় পরিবর্তন, হচ্ছে প্রতিটি ক্ষণে ,,,
পিঠে ও পুলি শীতের গোধূলি, উঠছে জেগে মনে ...
সেই যে গেছে আজ ফিরেছে, শীতের সকাল আবার ,,,
মায়ের হাতের মিষ্টি পিঠের, স্বাদে মন হারাবার ...
জল ঝাপটা পাটিসাপটা, চোখেতে ভেসে উঠে ,,,
রাত কাটলে শীত সকালে, আসবে সেদিন ফুটে ...
সেই প্রভাতে মিষ্টি রোদে, দাদুর গল্প শোনা ,,,
সারাটি সকাল রৌদ্রে অকাল, বইয়ের ছবি গোনা ...
শীতের বুকে মজার সুখে, সাধের ভাপা পিঠে ,,,
মুড়িয়ে চাঁদর হয়ে যে বাঁদর, মায়ের বকুনিও মিঠে ...
সেই দিন আর নেইতো পাবার, বোঝাবো কোন ভাষায় ,,,
রাত পোহাবে সকাল হবে, সেই দিনটির আশায় ...
পৌষ পার্বনে মাঘ আগমনে, এমন দিনটি আসে ,,,
মনে যত সুখ তবুও এই বুক, দুঃখের স্রোতে ভাসে ...
হয়তোবা আজ তেমন সাজ, হারিয়ে অনেক কিছু ,,,
তবুও আশায় মনের ভাষায়, ছুটছি ছায়ার পিছু ...
এইতো সেদিন ছিল বড়দিন, স্মরণে ছিল যীশু ,,,
আজকের দিনে ছোট্ট মনে, জাগবে দেবী টুসু ...
চলো না সবাই সব ভুলে যাই, আছে যত ভুল ভ্রান্তি ,,,
হারানোর ভীড়ে আসুক ফিরে, পৌষের মকর সংক্রান্তি ...
রচনাকাল : ১৩/১/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।