কবিতাঃ আবির্ভাব
কলমেঃ সুজন কুমার রায়
কোথা থেকে এলে দর্শন দিলে, জীবন করলে ধন্য ,,,
তুমি না এলে একাল সেকালে, থাকতাম অতি নগণ্য ...
তাই তো খুজি চরণ পুজি, চাই যে পায়ে ঠাই ,,,
ভুলবো না কভু তুমি তো প্রভু, এছাড়া কিছু নাই ...
তুমি বিনা আর নেইযে পাবার, জীবনে অতি আপন ,,,
তোমার নামে পথ গমনে, করছি দিবস যাপন ...
গুরু হয়ে তুমি জীবনের ভূমি, করতে দিলে চাষ ,,,
ফলাতে সোনা হয়ে আনমনা, খুজি চলি বারমাস ...
প্রণাম জানাই এতটুকু ঠাঁই, দিও গো রাঙা চরণে ,,,
এখন না হয় চলি অসহায়, দেখা দিও প্রভু মরণে ...
হয়ে দিশেহারা জীবনের ধারা, যাক না স্রোতে ভেসে ,,,
খুঁজে নেবো প্রভু যন্ত্রণা তবু, বরণ করবো হেসে ...
তব পদতলে উদ্ধারকালে, একটু জায়গা চাই ,,,
জগতের মাঝে আমার কাছে, তুমি ছাড়া কিছু নাই ...
আছে কষ্ট যত হোক না শত, আর যত পাপ তাপ ,,,
কবে কোনরূপে উদ্ধাবিরে, হবে তোমার আবির্ভাব ...
রচনাকাল : ১৩/১/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।