ঠিক করে নিয়েছি
হয়ে যাবো নিশ্চুপ
বলবনা কথা আর
থাকবেনা বিদ্রুপ
শুনি চারদিকে আজ
কত কি কথার চাষ
বয়স্ তো অল্প
এতেই এত সব
হাসি পায় মনে খুব
এই কি কিছুই নয়
অভিজ্ঞতা টা কি
বয়শ দেখে হয়?
বলিনি তো আমি আজ
সবথেকে বড় দুখী
ইনফ্যাক্ট কোনো কিছু
বলতেই চেয়েছি কি?
যেচে কথা বার কর
ফ্রী তে জ্ঞান দাও
জ্ঞান ট্যান সবই হলো
সমাধান নেই যে
লোকে বলে কত কি
কুড়ে,আর একাসিরে
বড়ো বড়ো ডোনেশন
দিতে আমি পারি না যে
সবাই যদি আজ
ডোনেশন দেবে ভাই
নেবে সেটা কে তবে
এটার জবাব চাই
চাইনি তো কিচ্ছুটি
কখনো সবার থেকে
সমাধান দিও তবে কিছু
যদি থেকে থাকে
দোষ গুণ বিচারের
ক্ষমতা আমারও আছে
তোমাদের ফ্রি জ্ঞান
না দিলেও চলবে
বুঝি আজ সমাজে আমি
বড়ই বাড়তি যে
এ সমাজ এখন শুধু
লাভ টুকু নিয়ে বাঁচে।।
রচনাকাল : ১২/১/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।