, শহর : আরামবাগউল্কাপাতের ঠিক আগে আজ এক উল্কাপাতের দিন তাই আকাশ হয়েছে সাফ মেঘ কে দিয়েছে ছুটি পাখিদের করেছে গৃহবন্দী থর থর করে কাঁপছে সবুজ বনানী আশঙ্কায় খড়ের চাল আর এডবেস্টার শুধু অপেক্ষায় আছে টুরিস্ট স্পট এর মালিক আর অক্সিজেন বিক্রেতা।রচনাকাল : ১২/১/২০২১