কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৮ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ৫৭৯৩ জন পড়েছেন।
উল্কাপাতের ঠিক আগে
আজ এক উল্কাপাতের দিন
তাই আকাশ হয়েছে সাফ
মেঘ কে দিয়েছে ছুটি
পাখিদের করেছে গৃহবন্দী
থর থর করে কাঁপছে সবুজ বনানী
আশঙ্কায় খড়ের চাল আর এডবেস্টার
শুধু অপেক্ষায় আছে
টুরিস্ট স্পট এর মালিক
আর অক্সিজেন বিক্রেতা।