কিছু বিষয়ে প্যাঁচ ভালো লাগেনা, প্যাঁচাও না
যেগুলো চিল্লাচিল্লি করে এসব নিয়ে।
নিজের দেশ নিজেরই;তার আবার প্রমাণ?
একি গণিতের উপপাদ্য?
এরকম হলে তবেই দেশপ্রেম,
অমন হলে নয়...
এসব নির্দেশ নেশারুদের জন্য ভালো।
ছোটো থেকেই আমরা এগুলো জেনে যাই
হাতমুখ ধোয়া, খাওয়া-দাওয়া-ঘুম
গুরুজনদের শ্রদ্ধার করার মত।
এও কি আবার শিখতে হবে?
এও কি শেখা যায়?
এসব তো সহজাত
নবজাতকের কাছে তার
মায়ের গায়ের সুরভি যেমন।
শীতে রোদ মেখে কমলা লেবু
খাওয়ার মতনই ব্যাপারটা সহজ।
নইলে এমন সার্বজনীন সিনিশিজমের বাজারে
স্বামীজীর কোনো উদ্ধৃতি শুনে
এখনও এই তারুণ্যে
চোখে জল আসে কেন,
কেনই বা নেতাজী সুভাষের ছবি দেখে
স্যালুট ঠুকে ফেলি এমনি এমনিই
পাঁচ বছরের পুত্রের সাথে।
কিছু বিষয়ে প্যাঁচ ভালো লাগে না, প্যাঁচাও না
যেগুলো চিল্লাচিল্লি করে এসব নিয়ে।
রচনাকাল : ১০/১/২০২১
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।